জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের ১০তম ব্যাচের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মেধাবী শিক্ষার্থী মোঃ নাহিদুল ইসলাম নাহিদকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক পদে পদায়ন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরোও পড়ুন…এবার মহাকাশে যাচ্ছেন আদিবাসি নারী…
নাহিদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলার বেতুয়া গ্রামে। তিনি দীর্ঘ ১২ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন।
গত ৩১ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্ৰীয় কমিটির সহ-সম্পাদক পদে মনোনীত করা হয়।
নাহিদ বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে বিশ্বশান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনা’র আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে আরও বেগবান করব।
ইবাংলা/আরএস/২১ আগস্ট