প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টিকা ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক :

২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারা দেশে করোনাভাইরাসের টিকা ক্যাম্পেইন পরিচালনা করা হবে। ক্যাম্পেইনের এদিনেই ৮০ লাখ ডোজ টিকা দেয়া হবে।

রোববার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই বিশেষ কর্মসূচির কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বিশেষ এই কর্মসূচির আওতায় টিকা দানে অগ্রাধিকার পাবেন ৪০ বছরের ঊর্ধ্বে নারী-পুরুষ, শারীরিক প্রতিবন্ধী ও দুর্গম এলাকার বাসিন্দারা। পাশাপাশি অগ্রাধিকার দেওয়া হবে ২৫ বছরের ঊর্ধ্বে এবং থেকে নিবন্ধনকারীদেরও।

ভার্চুয়াল এ সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, মঙ্গলবার ৪ হাজার ৬০০ ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা, সিটি করপোরেশনের ৪৪৩টি ওয়ার্ডে এক যোগে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিটি ইউনিয়নে তিনটি বুথ, পৌরসভায় একটি ও সিটি করপোরেশনের ওয়ার্ডে তিনটি করে বুথ থাকবে। এ কার্যক্রমে অংশ নেবেন ৩২ হাজার ৪০৬ জন স্বাস্থ্যকর্মী। পাশাপাশি সহায়তা করবেন ৪৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবী।

ইবাংলা/টিপি/২৬ সেপ্টেম্বর

৮০ লাখ ডোজজন্মদিনটিকা ক্যাম্পেইনপ্রধানমন্ত্রী
Comments (0)
Add Comment