দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে তিন দিনের ব্যবধানে অর্ধেকে নেমেছে কাঁচা মরিচের দাম। তিন দিন আগেও প্রতি কেজি দেশি কাঁচা মরিচ ১৪০ থেকে ১৫০ টাকা বিক্রি হয়েছে। তবে বর্তমানে তা বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়।
সোমবার (২২ আগস্ট) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। এ ছাড়া বন্দর দিয়ে আমদানি করা কাঁচা মরিচ ৯০ টাকা থেকে কমে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমাতে খুশি সাধারণ মানুষসহ বন্দরে আসা পাইকাররা।
আরও পড়ুন…ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা নির্ধারণ করল ডিএসসিসি
হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা হোটেল মালিক আরমান হোসেন বলেন, আমার হোটেল আছে। বিভিন্ন খাবার তৈরি করতে প্রতিদিন বেশ কিছু কাঁচা মরিচের প্রয়োজন হয়। কিছু দিন পূর্বে কাঁচা মরিচের দাম প্রায় ২০০ টাকা ছিল। বর্তমানে অর্ধেকে নেমেছে দাম। যখন দাম কম থাকে, তখন আমাদের অনেক সুবিধা হয়। আর বেশি থাকায় অনেক হিম সিম খেতে হয় ।
হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ভারত থেকে কাঁচা মরিচের আমদানি এবং দেশিও কাঁচা মরিচের সরবরাহ বেড়ে যাওয়াতে হিলি বাজারে কমতে শুরু করেছে দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ৭৫ থেকে ৮০ টাকা দরে বিক্রি করছি। আগের থেকে একটু বিক্রি বেড়েছে।
ইবাংলা/জেএন/২২ আগস্ট,২০২২