এএসপি মহরমসহ ১৩ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে সুপারিশ

বরগুনা প্রতিনিধি :

বরগুনায় শোক দিবসের আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমির চত্বরে জেলা ছাত্রলীগ কর্মীদের বেদরক পেটানোর ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এ প্রতিবেদনে ১৩ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়েছে। আজ সোমবার (২২ শে আগষ্ট) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আখতারুজ্জামান।

এসময় তিনি জানান, তদন্ত প্রতিবেদনে সাবেক বরগুনা পুলিশ সুপারকে কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১৩ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন…পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে রাজনৈতিক প্রতিক্রিয়া

একটি সূত্রে জানা গেছে,অতিরিক্ত পুলিশ সুপার ব্যতিত বাকিদের মধ্যে ১ জন পুলিশ পরিদর্শক, ৩ জন উপ পুলিশ পরিদর্শক, ৪ জন সহকারী উপ পুলিশ পরিদর্শক ও ৪ জন নায়েক কনেস্টাবল রয়েছে বলে গোপন সূত্রে জানা যায়। তবে চূড়ান্তভাবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে এ সূত্রটি।

উল্লেখ্য যে,গত মাসের ২৪ জুলাই জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। সেই থেকে পদবঞ্চিত নেতা কর্মী ও সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে আসছিল।এর ধারাবাহিকতায় গত সপ্তাহের সোমবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ জেলা পর্যায়ের নেতারা।

আরও পড়ুন…যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরু

এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবীর রেজা, সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান ও জ্যেষ্ঠ সহ-সভাপতি সবুজ মোল্লা তাদের কর্মী ও সমর্থকরা জেলা শিল্পকলা একাডেমিতে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের গাড়িও ভাঙচুর করে ছাত্রলীগের কর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ। এ ঘটনায় উভয় পক্ষের অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হয়।

এ ঘটনায় গত সপ্তাহের মঙ্গলবার আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীকে বরগুনার দায়িত্ব থেকে সরিয়ে প্রথমে বরিশাল রেঞ্জে ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়। ঐইদিনই অন্য আদেশে তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। এরপর রাতে ওই ঘটনায় আরো ৫ পুলিশের সদস্যকে বদলি করা হয়।

ইবাংলা/জেএন/২২ আগস্ট,২০২২

ব্যবস্থা গ্রহণের সুপারিশ