বরগুনায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কর্মবিরতি

গোলাম কিবরিয়া বরগুনা :

আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক হোমিওপ্যাথিক চিকিৎসকদের অযাচিত হয়রানির প্রতিবাদে রবিবার ও গতকাল শনিবার এই দুই দিন বরগুনায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সমূহে কর্মবিরতী পালন করেছেন। রোববার (২৮ আগস্ট) সকালে পি টি আই সড়কে বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে এ কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
এসময় কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জারীকৃত ” দি হোমিওপ্যাথিকপ্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স -১৯৮৩ ” এর ৩৩ , “ মাদকনিয়ন্ত্রন আইন -২০১৮ ” এর সংজ্ঞা -১২ , “ ভেটেরিনারিকাউন্সিল আইন -২০১৯ ” এর ( ২৩/২ ) ।

মাননীয় প্রধানমন্ত্রী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদ সভায় নীতিগতভাবে অনুমোদিত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন -২০২১ এর বিভিন্ন ধারা উপধারা ও এতদসংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন সময়ে সরকার কর্তৃক জারীকৃত বিভিন্ন প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড হতে যথাযথ প্রক্রিয়ায় নিবন্ধনকৃত ডিএইচএমএস ( ডিপ্লোমা – ইন – হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী ) চিকিৎসকগণ এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর ( হোমিও ও দেশজ ) হতে নিবন্ধনকৃত বিএইচএমএস ( ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী ) হোমিওপ্যাথিক চিকিৎসকগণ তাদের নামের পূর্বে ডাক্তার ( ডাঃ ) পদবী ব্যবহার ও হোমিওপ্যাথিক বিধানমতে সর্বসাধারনের চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করার অধিকার সংরক্ষণ করেন।

কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অথবা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অথবা কখনো কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী’র সদস্যগণ হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে “ বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন -২০১০ ” এর বিধি বিধান উল্লেখ করে তাদের নামের পূর্বে ডাক্তার ( ডাঃ ) পদবী ব্যবহার করার অপরাধ দেখিয়ে শাস্তিমূলক ব্যবস্থা ও জেল -জরিমানাসহ হয়রানি করা হচ্ছে যা “ দি হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স -১৯৮৩ ” এর ৩৩ ও ” মাদক নিয়ন্ত্রন আইন -২০১৮ ” এর সংজ্ঞা -১২ এর বিধি – বিধান পরিপন্থী হিসেবে বিবেচ্য।

এমতাবস্থায় বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এবং স্বাস্থ্য অধিদপ্তর হতে ডিএইচএমএস ও বিএইচএমএস সনদধারী নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকগণকে তাদের নামের পূর্বে , ভিজিটিং কার্ডে , প্রেসক্রিপশন প্যাডে এবং সাইনবোর্ডে ডাক্তার ( ডাঃ ) শব্দটি ব্যবহার করে নিয়মতান্ত্রিকভাবে জনগণকে চিকিৎসা সেবা প্রদানসহ স্ব স্ব দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাকে আইনানুগ সার্বিক সহযোগিতা ও অযাচিত হয়রানী না করার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই।

আরও পড়ুন…চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের ‘ঢাকা ঘোষণা’

বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার আবুল কালাম আজাদ বলেন, সাড়াদেশের ন্যায় বরগুনা শহরের ১৫ টি চেম্বার বন্ধ রয়েছে।

ইবাংলা/জেএন/২৮ আগস্ট,২০২২

মেডিকেল কলেজে কর্মবিরতি