জ্বালানি তেল,গ্যাস, বিদ্যুৎ লোডশেডিং, পরিবহন ভাড়া বৃদ্ধি ও ভোলা ছাএদল নেতা নুরে আলম ও সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বান্দরবানের রোয়াংছড়িতে বিএনপির গন মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এ কর্মসূচি পালিত হয়। জেলা ও উপজেলা বিএনপি ও অংগসংগঠনের শত শত নেতারা রোয়াংছড়ি বাজারে মিছিল করে।
আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং। রোয়াংছড়িতে উপজেলা বিএনপি সহ-সভাপতি রবি সেন তঞ্চঙ্গ্যা এর সভাপতিত্বে প্রধান বক্তা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, ¯া^গত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন তুষার, রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যা ।
এসময় বিএনপি নেতা রিটল বিশ্বাস, আবিদুর রহমান, চনুমং মার্মা, সেলিম রেজা, সরওয়ার জামানসহ জেলা উপজেলা বিএনপির নেতাকমিরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেছেন- সরকারের লাগাতার দুর্নীতির কারণে বাজার দরে প্রভাব পড়ছে। যার খেসারত দিচ্ছে জনগণ। জনগণকে কম দামে নিত্যপণ্য দেবে বলে ধোঁকা দিয়েছে আওয়ামী লীগ সরকার। দ্রব্যমূল্য কমানো না হলে লাগাতার কর্মসূচীর ঘোষানা দেন নেতৃবৃন্দ।
বক্তরা আরও বলেছেন এছাড়াও সর্বগ্রাসী দুর্নীতিতে সাধারণ কেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। তারা সারাদিন যা আয় করে তা দিয়ে দু-বেলা পেট পুরে খেতে পারে না। মধ্যবিত্তরা রয়েছে আরও বেশী সমস্যায়, তারা সীমিত আয়ের ভিতরে চলতে হয়, কিন্তু দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে তারাও আজ দিশেহারা।
আরও পড়ুন…সংবাদ সম্মেলনের মাধ্যমে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৩য় ইউনিট ঐক্য সংগঠনের সভাপতিকে বহিস্কার
তাই অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে তা নাগালের মধ্যে আনা এবং সর্বগ্রাসী দুর্নীতি বন্ধের দাবী জানান তা না হলে সাধারণ জনগণ এর সমুচিত জবাব দেবে বলে হুশিয়ারী দেন সমাবেশে ।
উল্লেখ্য, এদিকে একই দাবিকে জেলার লামা আলীকদম রুমা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় গন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
ইবাংলা/জেএন/৩০ আগস্ট ২০২২