বরগুনার আমতলীর বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে একই কলেজের শিক্ষকরা। জাল সার্টিফিকেট দেখিয়ে আইন বহির্ভূত ভাবে অধ্যক্ষের পদ দখল করে রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওই অধ্যক্ষের নাম মো. ফোরকান মিয়া।
আরও পড়ুন…নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে ফোরকান মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন একই কলেজের শিক্ষক শিক্ষিকারা। এসময় ভুয়া সার্টিফিকেট দেখিয়ে অধ্যক্ষের দায়িত্ব পালন করা তাকে অপসরণ এবং অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে আমতলী বকুল নেছা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী আক্তার বলেন, জাল সার্টিফিকেটধারী অবৈধ অধ্যক্ষ ফোরকান মিয়া স্থানীয় প্রভাবশালী মহলের মদদে দীর্ঘদিন যাবত অবৈধভাবে অধ্যক্ষের পদ দখল করে প্রতিষ্ঠানের অর্থিক অনিয়মসহ বিভিন্ন অনিয়ম করে আসছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে তার বিএ পাস ডিগ্রী সনদ প্রদানকারী প্রতিষ্ঠান কথিত প্রিমিয়ার ইউনির্ভাসিটি অব সাইন্স এন্ড টেকনোলজি এর ভিসিসহ বেশ কয়েকজন জাল সার্টিফিকেটধারীকে গ্রেফতার করে শাস্তিমূলক ব্যবস্থা করা হয়েছে। এ সংবাদ সম্মেলন আমতলী বকুল নেছা মহিলা ডিগ্রী কলেজের জাল সার্টিফিকেটধারী অবৈধ অধ্যক্ষ ফোরকান মিয়ার অপসরন ও গ্রেফতারের দাবী জানিয়েছেন ওই কলেজে অন্যান্য শিক্ষকবৃন্দ।
ইবাংলা/জেএন/৩০ আগস্ট ২০২২