জবিতে এমফিল এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি

জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও ২০২২ সেশনের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। গত ১৮ আগস্ট ২০২২ তারিখ হতে এ আবেদন শুরু হয়েছে যা ১৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত চলবে।

আরোও পড়ুন……তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে পূরণকৃত আবেদন ফরমের সাথে গবেষণা প্রস্তাব,জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও নম্বরপত্রসমূহের ফটোকপি এবং তিনকপি রঙিন ছবি সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান-এর দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

এছাড়া আবেদনপত্রের সাথে চাকুরীরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র সংযুক্ত করতে বলা হয়েছে। আবেদনপত্র অফিস চলাকালীন সময় সকাল ৮:০০ টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আবেদনপত্রের নির্দেশনায় বলা আছে,মনোনীত এলফিল প্রার্থী (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যতীত) কোন প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাকে অবশ্যই কর্মরত প্রতিষ্ঠান থেকে এমফিল প্রোগ্রামে যোগদানের পূর্বে ন্যূনতম ১(এক) বছরের ছুটি বাধ্যতামূলক নিতে হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের এমফিল প্রোগ্রামের জন্য ১(এক) বছর এবং PhD প্রোগ্রামের জন্য কমপক্ষে ২(দুই) বছর শিক্ষা ছুটি নিতে হবে। এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ইবাংলা/আরএস/৩০ আগস্ট,২০২২

MPhilPhD