পহেলা অক্টোবর থেকে শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব।

নিজস্ব প্রতিবেদক:

আগামি পহেলা অক্টোবর থেকে ১২দিন ব্যাপী জাতীয় শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের আহবায়ক গোলাম কুদ্দুস জানান এবারের উৎসব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে উপজীব্য করে করা হবে । তিনি বলেন, উৎসবে ৩ হাজার ৫০০ জন শিল্পী কলাকুশলী অংশ নিবেন। স্বাস্থ্যবিধি মেনেই এ আয়োজন করা হবে।

নবম বারের মতো আয়োজিত এ উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের শিল্পীরা থাকবেন তবে কোভিডের কারণে ভারতের কোনো নাট্যদল এবার অংশ নিবে না বলে তিনি জানান।

উৎসবের উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব হবে প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এবং মঞ্চ নাটক প্রতিদিন সন্ধ্যা সাতটায় শুরু হবে। মঞ্চ নাটকের টিকেট কাউন্টারে বিক্রি হবে বলে জানানো হয়।

টিপি

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবশিল্পকলা একাডেমি
Comments (0)
Add Comment