ইবিতে নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শতভাগ আবাসিক ক্যাম্পাস এবং ক্যাম্পাসের ভিতরে ও বাহিরে অবস্থানরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে পৃথকভাবে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন। সম্প্রতি ক্যাম্পাস পাশ্ববর্তী এলাকায় ইবি ছাত্রীর গোসলের গোপন ভিডিও ধারণের প্রতিবাদে এ মানববন্ধন করেছে ।

আরও পড়ুন…পুলিশের বিরুদ্ধে রিজভীর মামলার আবেদন খারিজ

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এসময় উপাচার্য বলেন, ভুক্তোভোগী ওই ছাত্রীকে ইতোমধ্যে হলে আবাসন সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত আসামিকে আটক করা হয়েছে। আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো দাবিগুলো বাস্তবায়নের।

মানববন্ধনে জুম্ম ছাত্রকল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা বলেন, ক্যাম্পাসের বাইরে মেস গুলোতে নারী শিক্ষার্থীরা কোনোভাবেই নিরাপদ নয়। তাই প্রশাসনের নিকট আদিবাসী শিক্ষার্থীদের শতভাগ আবাসিকতার দাবি করছি।

সমিতির সহ-সাধারণ সম্পাদক মিলন জ্যোতি চাকমার সঞ্চালনায় সাধারণ সম্পাদক অংসিংমং মারমা, সমতল আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি বিনয় লিন্ডা, সাধারণ সম্পাদক স্বপন টপ্প, ছাত্র ইউনিয়ন ইবি সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সুইট, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য মুস্তাসিম যুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা চাই আমাদের ছাত্র-ছাত্রীরা নিরাপদে থাকুক। এজন্য ইতিমধ্যে আমরা লোকাল পুলিশ প্রশাসনের পাশাপাশি এলাকার মুরুব্বি এবং মেস মালিকদের সাথে কথা বলেছি।

আরও পড়ুন…জামাতের সেক্রেটারিসহ ৯ জনের চার দিনের রিমান্ড

ওইসব এলাকাতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি আমরা শেখপাড়ায় একটা ফাঁড়ি করা যায় কিনা সেটাও দেখতেছি। এছাড়া গোসলের ভিডিও ধারণে অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। যেহেতু পুলিশ বিষয়টি দেখছে বাকি আইনানুগ ব্যবস্থা তারাই করবে।

ইবাংলা/জেএন/০৪সেপ্টেম্বর ২০২২

শিক্ষার্থীদের মানববন্ধন