২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমসে পাবলিক সিগন্যাল তৈরির চুক্তি করল সিএমজি

আন্তর্জাতিক

 

চায়না মিডিয়া গ্রুপ ৪ সেপ্টেম্বর অলিম্পিক ব্রডকাস্টিং সার্ভিসেসের সঙ্গে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমসের পাবলিক সিগন্যাল তৈরি সংক্রান্ত এক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। সিএমজি আনুষ্ঠানিকভাবে গেমসটির সিগন্যাল তৈরি কারক সংস্থায় পরিণত হয়েছে।

চুক্তি অনুযায়ী, সিএমজি প্যারিস অলিম্পিক গেমসের জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও রক ক্লাইম্বিং চারটি আইটেমের জন্য আন্তর্জাতিক করবে, যার পরিমাণ এ গেমসে সিগান্যাল তৈরিকারক সংস্থাগুলোর মধ্যে সর্বোচ্চ।

চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং এবং অলিম্পিক ব্রডকাস্টিং সার্ভিসেসের সিইও ইয়ানিচ একসারকোচ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়াম্যান থমাস বাখ প্যারিস অলিম্পিক গেমসের আন্তর্জাতিক পাবলিক সিগন্যাল তৈরিকারক সংস্থায় পরিণত হওয়ায় সিএমজিকে অভিন্দন জানিয়েছেন।

আরও পড়ুন……..তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

শেন হাই সিয়োং বলেন, চায়না মিডিয়া গ্রুপ প্যারিস অলিম্পিক গেমসের সম্প্রচার কাজে অংশগ্রহণ করবে। তা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও ওবিএস-এর সিএমজির প্রযুক্তি ও ক্রীড়া সংক্রান্ত কর্মক্ষমতার স্বীকৃতি। সিএমজি বিশ্বকে এক বিস্ময় উপহার দেবে।

অলিম্পিক ব্রডকাস্টিং সার্ভিসেসের সিইও বলেন, সিএমজি প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার, কর্মগ্রুপের সক্ষমতা, বিষয়াদির উদ্ভাবনসহ নানা ক্ষেত্রে ওবিএসের বৃহত্তম শক্তিশালী সহযোগিতামূলক অংশীদারে পরিণত হয়েছে। ২০২৪ সালে দু’পক্ষ আবার সহযোগিতা চালাবে, যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দু’পক্ষের সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, অলিম্পিক গেমসের পাবলিক সিগন্যাল তৈরির কাজে অংশগ্রহণ হচ্ছে বেতার ও টিভির তৈরি ও সম্প্রচার এবং ক্রীড়া ইভেন্ট সংক্রান্ত রিপোর্ট দেওয়ার সর্বোচ্চ মানদন্ড। সূত্র:সিএমজি

 

ইবাংলা / মআা/ ৬ই সেপ্টেম্বর,২০২২

২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমসে পাবলিক সিগন্যাল তৈরির চুক্তি করল সিএমজি