প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে বাংলাদেশের খুলনার রামপালে নির্মিত মৈত্রী বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-১ ভার্চুয়ালি উদ্বোধন করেন দেশের আরও ৪টি প্রকল্পের উদ্বোধন করেন তারা। এর মধ্যে রয়েছে- রূপসা নদীর ওপর রেল সেতু, খুলনা-দর্শনা ও পার্বতীপুর-কাউনিয়া রেলপথ।
আরও পড়ুন…প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার
জানা গেছে, ভারতের লাইন অব ক্রেডিটের অধীনে রামপাল বিদ্যুৎকেন্দ্র তৈরি হচ্ছে। এতে লাইন অব ক্রেডিটের ১ দশমিক ৬ বিলিয়ন ডলারসহ মোট ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। এদিকে ৫ দশমিক ১৩ কিলোমিটার আয়তনের রূপসা রেলসেতুটি ৬৪ দশমিক ৭ কিলোমিটারের খুলনা-মোংলা বন্দর সিঙ্গেল ট্র্যাক ব্রডগেজ রেল প্রকল্পের একটি অংশ। এর ফলে, খুলনার দর্শনা রেললাইন সংযোগ প্রকল্প বর্তমানে একটি আপগ্রেডেশন হিসেবে কাজ করবে। যেটি খুলনার বর্তমান ক্রস বর্ডার রেল সংযোগকেও সংযুক্ত করবে।
এদিকে পার্বতীপুর-কাউনিয়া রেললাইনের মিটারগেজকে ডুয়েলগেজ লাইনে রূপান্তর বাবদ ১২০ দশমিক ৪১ মিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে। এ প্রকল্পের ফলে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় রেল সংযোগ আরও বাড়ানো হবে। এর আগে স্থানীয় সময় বেলা ১১টা ৩৫ মিনিটে দিল্লির হায়দরাবাদ হাউসে এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুপুর ২টার দিকে উভয় নেতার মধ্যে এ বৈঠক শেষ হয়।
এরপর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়। এদিন সকালে নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইবাংলা/জেএন/০৬ সেপ্টেম্বর ২০২২