গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মার ভাঙন

ডেস্ক রিপোর্ট

পদ্মার তীব্র স্রোতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় হঠাৎ ভাঙন শুরু হয়েছে। ভাঙনে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে করে দৌলতদিয়া প্রান্তের ৫নং ফেরিঘাট বন্ধ রয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়া প্রান্তের আরও দুটি ঘাট।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।

আরও পড়ুন…১৮৭ জন বীর মুক্তিযোদ্ধা স্মার্টকার্ড ও সনদপত্র পেলেন

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে পদ্মায় তীব্র স্রোত সৃষ্টি হলে ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়। ভাঙনের কবল থেকে ফেরিঘাট রক্ষার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) র‌্যাকার এসে ফেরিঘাটের পল্টুন সরিয়ে নেয়।

এদিকে ভাঙন কবলিত এলাকা উপজেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষসহ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্যরা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন বলেন, আজ মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র স্রোতে ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, আজ মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে। এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইবাংলা/জেএন/০৬ সেপ্টেম্বর ২০২২

ফেরিঘাটে পদ্মার ভাঙন