তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে চলতি মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি।
আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
নতুন দামে ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম ১৬ টাকা বেড়েছে। এতে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ২৩৫ টাকা। যা আজ দুপুর ২টা থেকে কার্যকর হবে।
আরও পড়ুন…যমুনার ভাঙনে দিশেহারা মানুষ
এর আগে গত ২ আগস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম কমায়। সে সময় ৩৫ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।
ইবাংলা/তরা/৭ সেপ্টেম্বর ২০২২