সারাদেশে গত ২৪ ঘন্টায় ৫ হাজার ২৪১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে৩৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৮২ জন। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ৪৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। তা বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪০ শতাংশে।
আরও পড়ুন…ভারত সফর সমাপ্ত করলেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিন এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ৪৫৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৪ হাজার ৭৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৪৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৩ শতাংশ।
আরও পড়ুন…নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের সভায় ধাওয়া-পাল্টা ধাওয়া
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ১৯৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩২৯ জন। শনাক্তের হার ৭ দশমিক ৮৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৭ দশমিক ৫২ শতাংশ।
ইবাংলা/জেএন/ ৮ সেপ্টেম্বর ২০২২