নির্মাণ সামগ্রীর মূল্য সমন্বয়ের দাবিতে আলোচনা সভা

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইলঃ

নড়াইল ঠিকাদার সমিতি নির্মাণ সামগ্রীর প্রস্তাবিত রেট বাতিল করে নতুন রেট সমন্বয়ের দাবিতে আলোচনা সভা করেছে। বৃহস্পতিবার শহরের অভিলাষ কমিউনিটি সেন্টারে নড়াইল ঠিকাদার সমিতির সভাপতি মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন…যুক্তরাজ্যের নতুন রাজা যুবরাজ চার্লস

সভায় উপস্থিত ঠিকাদারবৃন্দের মধ্যে বক্তব্য দেন ঠিকাদার মো: জাহাঙ্গীর কবীর,বিএম রফিকুল ইসলাম রফিক, সিকদার তোফায়েল আহম্মেদ,বাচ্চু সিকদার, মোঃ জাকির হোসেন, মনিরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান ইকবল, তরিকুল ইসলাম উজ্জল, তারিক হাসান,হাফিজুর রহমান,কুশল, মোঃ জাহিদুল আলম ভিকু, রিপন,জিরু শেখ,আবু সুফিয়ান বাহার,মতিয়ার রহমান,ফিরোজ মন্ডল প্রমুখ।

বক্তারা নির্মাণ সামগ্রীর ব্যাপক মূল্য বৃদ্ধির কারণে প্রস্তাবিত রেট বাতিল করে নতুন রেট সমন্বয়সহ ঠিকাদারদের অফিসিয়াল হয়রানী বন্ধের দাবি জানান। এছাড়া ঠিকাদারি কাজের কার্যাদেশ প্রদানকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি অনিয়ম ও উৎকোচ আদায় সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে, এসব সমস্যা সমাধানে ঠিকাদারদের কল্যানে একযোগে একতাবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইবাংলা/টিএইচকে

নির্মাণ সামগ্রীর মূল্যসমন্বয়ের