ওজন নিয়ে নিন্দুকদের কড়া জবাব

বিনোদন ডেস্ক

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় রাজধানীর স্টামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে ৩.৭৫ (এ মাইনাস) পেয়ে পাস করেছেন। এবার অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতে ভর্তি হলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

আরও পড়ুন…এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ

তবে প্রায় সময় ওজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বুলিংয়ের শিকার হতে হয় । কিন্তু বিষয়টি নিয়ে সাধারণত চুপ করে থাকলেও এবার আর মুখ বন্ধ রাখতে পারলেন না দীঘি। ওজন নিয়ে প্রশ্ন তোলা মানুষদের কড়া জবাব দিলেন তিনি।

এ প্রসঙ্গে রোববার (১১ সেপ্টেম্বর) দীঘি ফেসবুকে লেখেন, “প্রত্যেকে আমার ওজন নিয়ে খুব চিন্তিত! তারা আসলে ভুলে গেছেন আমি একজন অভিনয়শিল্পী, যার কাজ মূলত অভিনয় করা; জিম প্রশিক্ষক না।”

এই স্ট্যাটাস দেওয়ার পর তার পক্ষে অনেক তারকাই মন্তব্য করেছেন। বলেছেন এসব কথায় পাত্তা না দিতে। ভালো চিন্তা করার চেয়ে খারাপ চিন্তাই বেশি করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কারীরা।

আরও পড়ুন…যে কোন ব্যথাই মৃত্যুর কারণ হতে পারে : বিএসএমএমইউ উপাচার্য

প্রসঙ্গত, গত বছর নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন দীঘি। কিছুদিন আগে তার অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তেও দেখা যাবে তাকে। এ ছাড়া সম্প্রতি ওয়েব ফিল্মেও অভিনয় করেন তিনি। সামনে আরও বেশ কিছু সিনেমার সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছে

ইবাংলা/জেএন/১২সেপ্টেম্বর,২০২২

নিন্দুকদের কড়া জবাব