বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারত থেকে কিছুই আনতে পারেননি প্রধানমন্ত্রী। ভারত সফরে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী কি কি নিয়ে এসেছেন তা সংবাদ সম্মেলনে সুস্পষ্ট করে কিছুই বলেন নাই। ভারতের সাথে দেশের যে প্রধান সমস্যা তিস্তা ও অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্তে হত্যা বন্ধ সমস্যা, অর্থনৈতিক ভারসাম্যের বিষয়ে কোনো সমাধান পাওয়া যায় নাই। ‘
আরও পড়ুন…‘স্বনামধন্য অর্থপাচারকারীদের’ তথ্য প্রধানমন্ত্রীর হাতে
বিভিন্ন বিষয়ে আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বর্তমান নির্বাচন কমিশনকেই মানে না, সেখানে নির্বাচন কমিশনের বা নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে আমাদের কোনো বক্তব্য বা মন্তব্য নেই। এই সরকার তথা শেখ হাসিনার অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না তা পূর্বেও বহুবার পরিষ্কার করে বলা হয়েছে।
তিনি বলেন, ‘নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার ছাড়া এদেশের মানুষ কোনো নির্বাচন গ্রহণ করবে না, অংশগ্রহণও করবে না। কারণ, সেই নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না। বিএনপি এই কমিশনকে মানে না, তাই তাদের অধীনে কোনো নির্বাচনেও যাবে না বিএনপি। ‘বুধবার (১৪ সেপ্টেম্ব) বিকেলে মির্জা ফখরুল তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ সভাপতি আল মামুন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাদে অন্য প্রার্থীদের নমিনেশন জমা দিতে বাধা ও প্রার্থী না হতে বল প্রয়োগ করা হচ্ছে এমন প্রসঙ্গে ফখরুল আরো বলেন, ‘এই সরকার আসার পর থেকে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। কোনো নির্বাচনেই আওয়ামী লীগ তাদের প্রতিদ্বন্দ্বীকে দেখতে চায় না, বল প্রয়োগ করে হলেও তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের নির্বাচিত ঘোষণা করছে এবং এতেই তারা অভ্যস্ত। ‘
আরও পড়ুন…স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ
তিনি আরো বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২২ আগস্ট থেকে সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলেছে, আগামীতে আরো কর্মসূচি ঘোষণা করা হবে।
ইবাংলা/জেএন/১৪ সেপ্টেম্বর, ২০২২