চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে চেয়ারম্যান পদে চারজন ও সদস্য পদে ১৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ফলে স্থানীয় ভোটারগণ মনে করছেন, প্রতিদ্বন্দ্বিতার সহিত চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম খানের নিকট এসব মনোনয়পত্র জমা দেন।
আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেয়া চারজন প্রার্থী হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক শেখ সামসুল আবেদীন খোকন, জেলা যুবলীগের সাবেক সভাপতি আরেফিন আলম রঞ্জু, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি আব্দুস সালাম।
এছাড়াও, চারটি ওয়ার্ডে সদস্য পদে ১৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৭ অক্টোবর ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে ৫৬৭ জন নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
ইবাংলা/টিএইচকে