বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমান দুটির সংঘর্ষের পর একটি খোলা মাঠের দুটি আলাদা জায়গায় আছড়ে পড়ে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
যুক্তরাষ্ট্রে কলোরাডোতে মাঝআকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষের ঘটনায় তিন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন…ঋণ ও ক্রেডিট কার্ডে লেনদেনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল
স্থানাীয় সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ডেনভারের ৩০ মাইল উত্তরে যুক্তরাষ্ট্রে কলোরাডোর লংমন্টের ছোট বিমানবন্দর ভ্যান্স ব্র্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
বিমান দুটি কলোরাডোর লংমন্টের ছোট বিমানবন্দর ভ্যান্স ব্র্যান্ডের কাছে সংঘর্ষে জড়ায়। স্থানীয় সময় ৯টার কিছুটা আগে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝআকাশে বিমানের সংঘর্ষ নিয়ে একাধিক ফোন পায় বলে বিবৃতিতে জানায় বোল্ডার কাউন্টির শেরিফের কার্যালয়। বিমান দুটিতে থাকা ৩ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে পুলিশ জানায়। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে, তার একটি সেসনা- ১৭২, অন্যটি সোনেক্স জেনোস। তবে, কী কারণে সংঘর্ষ হয়েছে, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড।
আরও পড়ুন…স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে সাবেক স্বামী গ্রেফতার
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সোনেক্স জেনোস অ্যালুমিনিয়ামের তৈরি হালকা বিমান। বাড়িতেই এটি বানানো যায় বলে কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে। আর সেসনা-১৭২ স্কাইহক এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, যাতে আসন মাত্র ৪টি।
ইবাংলা/জেএন/১৮ সেপ্টেম্বর, ২০২২