নড়াইলে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক ব্যবসায়ীর সাজা

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাদক ব্যবসায়ীকে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরের দিকে লোহাগড়া পৌর এলাকার গোপীনাথপুর ব্যাপারী পাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের সাজা দেয়।

আরও পড়ুন…যুক্তরাষ্ট্র ও চীন সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ নীতি মেনে দ্বিপাক্ষিক সম্পর্ক করবে

ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, মাদক ব্যবসায়ী সোহরাবখাঁকে (৪৫) ছয় মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আব্দুল্লাহ শেখ (২০) ও শাহীনকে (২৫) দুই মাস করে কারাদÐ ও পাঁচ শ টাকা করে জরিমানা করা হয়। ওই তিনজনের বাড়িই গোপীনাথপুর ব্যাপারী পাড়ায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায়। সাথে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম সহ ওই দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্য। মোঃ নজরুল ইসলাম জানান, সোহরাব খাঁর বাড়িতে অভিযান চালিয়ে ৪২ পুরিয়া গাঁজা সহ ওই তিনজনকে আটক করা হয়। তাঁদের ওই সাজা দিয়ে কারাগাওে পাঠানো হয়েছে।

ইবাংলা/জেএন/২১ সেপ্টেম্বর, ২০২২

৩ মাদক ব্যবসায়ীর সাজা