পূজার ছুটিতে জবি ছাত্রী হল বন্ধের ঘোষণা বাতিল

জবি প্রতিনিধি

আসন্ন দূর্গা পূজা উপলক্ষে জবির বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল বন্ধের ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার এক নোটিশের মাধ্যমে জানানো হয় ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে হল। ৩০ তারিখ বিকালের মধ্যে ছাত্রী হল খালি করার নির্দেশ দেওয়া হলে হলের সকল ছাত্রীরা হল চালু রাখার আবেদন করেন।

যেকোনো ছুটি উপলক্ষে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হয় না। ছুটির পর অনেকের সেমিস্টার ফাইনাল, মিড থাকায় তারা হলে অবস্থান করতে চায়। সে প্রেক্ষিতে হল প্রভোস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে হল বন্ধের নোটিশ বাতিল করেছেন।

হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, বন্ধের শেষে বিশ্ববিদ্যালয় খোলার পর পর কিছু বিভাগে ছাত্রীদের পরীক্ষা আছে। তাদের কথা বিবেচনা করে প্রশাসনের সঙ্গে আলোচনা করে হল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ছাত্রীদের অবস্থা বিবেচনায় জবি প্রশাসন বন্ধের ঘোষণাটি বাতিল করায় ছাত্রীরা প্রভোস্ট ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইবাংলা/আরএস/২৩ সেপ্টেম্বর, ২০২২

জবি