ধর্মতত্ব অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের জন্য আউটকাম বেসড্ এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রিপারেশন বিষয়ে এক কর্মশালা ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের আইকিউএসি অফিসের সেমিনার-কক্ষে কর্মশালাটি শুরু হয়।
কর্মশালায় আইকিউএসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মহব্বত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. নিজাম উদ্দিন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া।
আরও পড়ুন…ভারী বর্ষণের সম্ভাবনা
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, মিশন ও ভিশনকে সামনে রেখে আমাদের অবজেকটিভ নির্ধারণ করতে হবে এবং অবজেকটিভ সফল করার জন্য সঠিক ইনপুটগুলো প্রস্তুত রাখতে হবে। যেমন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার মিশনকে সামনে রেখে কত পরিমাণ জমিতে কত পরিমাণ ফসল ফলানো হবে সেই অবজেকটিভ নির্ধারণ করতে হবে এবং তাঁর জন্য ইনপুট হিসাবে দক্ষ কৃষক, সার, বীজ ইত্যাদি ব্যবহার করতে হবে।
তিনি আরো বলেন, মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ ও সমাজের সাথে খাপ খাইয়ে চলতে পারে এমন শিক্ষার্থী তৈরি করতে হবে। শিক্ষাশেষে শিক্ষার্থীরা কোথায় যাবেন তা মাথায় রেখে ওবিই কারিকুলাম প্রস্তুত করতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এমনভাবে নেতৃত্ব দিবেন যেন আলোকিত শিক্ষার্থী তৈরি হতে পারে, যারা বিশ্বসমাজকে সামনের দিকে এগিয়ে নিতে নেতৃত্ব দিবে।
ইবাংলা/জেএন/২৪ সেপ্টেম্বর, ২০২২