চট্টগ্রামে প্রীতিলতার আত্মাহুতি দিবস

ইবাংলা প্রতিবেদন

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতার ৯০তম আত্মাহুতি দিবস স্মরণে পাহাড়তলীতে প্রীতিলতা ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একটি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রীতিলতার জীবন থেকে শিক্ষা নিয়ে অপশাসনের বিরুদ্ধে লড়াই করার আহবান জানান বক্তারা। পাশাপাশি বিপ্লবীদের জীবনগাথা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করারও দাবি জানান তারা।

আরও পড়ুন…সাফ চ্যাম্পিয়ন অধিনায়ক সাবিনা ও তাঁর মাকে সংবর্ধনা

সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য রায়হান উদ্দিন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার আহ্বায়ক হেলাল উদ্দিন কবির, সদস্য নুরুলহুদা নিপু, নাজিম উদ্দিন বাপ্পী, রেশমা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর সভাপতি মিরাজ উদ্দিন ও শিক্ষক শফিউল আলম।

বক্তারা বলেন, শহীদ বীরকন্যা প্রীতিলতার ৯০তম আত্মহুতি দিবসে আমরা তাকে স্মরণ করতে এসেছি। আজ থেকে ৯০ বছর আগে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রীতিলতা আত্মাহুতি দেন। ভারতবর্ষের সাধারণ মানুষের বিরুদ্ধে ব্রিটিশদের কূটকৌশল পরিচালনার কেন্দ্রস্থল পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের দায়িত্ব পালন শেষে ফেরার পথে বীরকন্যা প্রীতিলতা আত্মাহুতি দেন। দেশমাতার প্রতি তার এই গভীর আত্মত্যাগ আমরা যেমন স্মরণ করতে চাই শ্রদ্ধাভরে, তেমনি তার এই লড়াই থেকে আমরা প্রেরণাও নিতে চাই।

তারা বলেন, প্রীতিলতার সামনে সেদিন স্বপ্ন ছিল একটি স্বাধীন ভূখণ্ডের, যেখানে সবার অধিকার থাকবে। আজকের বাংলাদেশে ব্রিটিশ শাসন না থাকলেও দেশীয় শাসকরাই আজ একই চরিত্র নিয়ে জনগণের ওপর চালাচ্ছে দুঃশাসন। জনগণের সব অধিকারকে ক্ষুণ্ণ করে গড়ে তুলেছে দুর্নীতি-লুটপাটের স্বর্গরাজ্য। তাই একই প্রেরণা ও সাহস নিয়ে এ অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে।

ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য নিজেকে গড়ে তোলার পাশাপাশি অসংখ্য বিপ্লবীকে প্রশিক্ষিত, অনুপ্রাণিত ও উজ্জীবিত করে গেছেন এ বীরকন্যা।

ইবাংলা/জেএন/২৪ সেপ্টেম্বর, ২০২২

প্রীতিলতার আত্মাহুতি দিবস