বিএসএমএমইউতে পিএইচডি কোর্সের প্রথম ব্যাচের ক্লাস শুরু

ইবাংলা ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সের প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়েছে। এবার পিএইচডি কোর্সে ২৪ জন চিকিৎসক অংশ নিয়েছেন। পিএইচডি প্রোগ্রামের এক্সটার্নাল ফেসিলেটর হিসেবে ইন্ট্রোডাকটরি ক্লাস নেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্সেস এর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. লিয়াকত আলী। রোববার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লকের চতুর্থ তলায় ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয়।

আরও পড়ুন…দেশের উন্নয়নে কৃষকের ভূমিকা সবচেয়ে বেশি

এ প্রসঙ্গে অধ্যাপক ডা. লিয়াকত বলেন, চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন বিষয়ে পিএইচডি করার বিরাট সুযোগ রয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের জন্য জ্ঞান তৈরি, জ্ঞান বিতরণ ও জ্ঞান সংরক্ষণে পিএইচডি প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিএইচডি প্রোগ্রামকে সফল করতে ইনটেকচুয়াল প্লেজার মাইন্ড ধারণ করা, জয়েন্ট সুপারভিশন ও কোলাবরেশন এবং বাজেটের বিভিন্ন উৎস খুঁজে বের করা ও তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বলেন, এই পিএইচডি প্রোগ্রামকে এগিয়ে নিতে যত ধরনের মডিফিকেশন করা সম্ভব তা করার চেষ্টা করা হবে। বিভিন্ন ধরনের ফেলোশিপ চালু করা এবং গুণগত মানের বিবেচনা করে গ্র্যান্ট দেওয়া হবে। এছাড়া পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাসিক ভাতা দেওয়া যায় কি না, সে বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক ডা. আতিকুল হক প্রমুখ।

ইবাংলা/জেএন/২৫সেপ্টেম্বর, ২০২২

প্রথম ব্যাচের ক্লাস শুরু