মাদক সেবন নিরুৎসাহিত করার লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর সোমবার ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে উক্ত র্যালি শুরু হয়ে ক্যাম্পাস ও এর সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন…নোয়াখালীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর নেতৃত্বে র্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত ডীন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন শাখার পরিচালক, হল সুপারসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার লক্ষ্যে সারাজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রয়োজন সোনার মানুষ।
এক্ষেত্রে শিক্ষার্থীদেরই সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আগামীতে তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই এগিয়ে নেওয়ার পথে বড় বাধা মাদক। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মকে মাদকের করাল থাবা থেকে রক্ষা করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এক্ষেত্রে তিনি কাউকেই ছাড় দিচ্ছেন না।
তিনি বলেন, আজকের এটি শুধু একটি র্যালি নয়, এটি সচেতনতা তৈরির মাধ্যম। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদকের বিষয়ে আপনারা নিয়মিত শিক্ষার্থীদের কাউন্সিলিং করবেন। পাশাপাশি আমাদেরকে মাদক বিরোধী অভিযান জোরদার করতে হবে। হাবিপ্রবিকে মাদকমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়তে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগিতা কামনা করেন।
ইবাংলা/জেএন/২৬ সেপ্টেম্বর, ২০২২