আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগাররা সিরিজ নিশ্চিত করতে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে।
আরও পড়ুন…বগুড়ায় পাষন্ড পিতার ঘুমন্ত শিশুকে পুকুরে ছুঁড়ে ফেলে হত্যা
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজও টসে হেরেছেন টাইগার অধিনায়ক নুরুল হাসান সোহান। টসে হেরে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। এই ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করার লক্ষ্যে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট দল।
বাদ পড়েছেন দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। তাদের বদলে দলে এসেছে এবাদত হোসেন ও তাসকিন আহমেদ। সাব্বির রহমানকে ব্যর্থ হওয়া সত্ত্বেও আরেকটি সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন। বিস্তারিত আসছে…
ইবাংলা/জেএন/২৭ সেপ্টেম্বর, ২০২২