৩০ সেপ্টেম্বর বেইজিংয়ে গণ-মহাভবনে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ২০২২ সালে চীন সরকারের মৈত্রী পুরস্কার বিজয়ী বিদেশি বিশেষজ্ঞের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চীনের উপ প্রধানমন্ত্রী হান চেং এতে উপস্থিত ছিলেন।
লি খ্য ছিয়াং বিদেশি বিশেষজ্ঞদের অভিনন্দন জানিয়েছেন এবং চীনের সংস্কার ও উন্মুক্তকরণ, দেশ-বিদেশের বন্ধুত্বপূর্ণ বিনিময়ে তাঁদের অবদানের স্বীকৃতি দিয়েছেন। তিনি চীনে কর্মরত সব বিদেশি বিশেষজ্ঞ এবং আত্মীয় ও চীনের উন্নয়নে অবদান রাখা আন্তর্জাতিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
লি খ্য ছিয়াং বলেন, চীন এখন বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ। আধুনিকায়ন বাস্তবায়ন হতে অনেক সময় লাগবে। আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক, চীন নিজের কাজ করবে এবং চীনা জনগণের ভালো জীবনের জন্য চেষ্টা করবে।
আরও পড়ুন…সাগরে লঘুচাপ : অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে
তিনি আরো বলেন, সংস্কার ও উন্মুক্তকরণের কল্যাণে চীনের দ্রুত উন্নয়ন সম্ভব হয়েছে। চীন ভবিষ্যতে দৃঢ়ভাবে সংস্কার সম্প্রসারণ করবে, উন্মুক্তকরণ জোরদার করবে। চীন বাজারায়ন, আইনানুগ এবং আন্তর্জাতিকায়নের ব্যবসার পরিবেশ সৃষ্টি করবে। চীন আরো উন্মুক্ত মনোভাব নিয়ে বিশ্বের বৈজ্ঞানিক উদ্ভাবন ও সহযোগিতা জোরদার করবে।
লি খ্য ছিয়াং আরও বলেন, বিদেশি বিশেষজ্ঞ হলো ‘মৈত্রীর দূত’ এবং চীন ও বিশ্বের সংযোগকারী সেতু। চীন বিভিন্ন দেশের মানুষকে চীনে কাজ করার সুবিধা ও শ্রেষ্ঠ সেবা দেওয়ার চেষ্টা করবে। বৈজ্ঞানিক পরিবেশ, উদ্ভাবন মঞ্চসহ বিভিন্ন খাতে আরো বেশি সমর্থন দেবে।
আধুনিক চীন নির্মাণে বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে স্বাগত জানায় চীন। সাক্ষাতের পর বিদেশি বিশেষজ্ঞরা গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৩তম বার্ষিকীর অভ্যর্থনা সভায় যোগ দেন।সূত্র : সিএমজি।
ইবাংলা/জেএন/০২ অক্টোবর ২০২২