দেশে খাদ্য নিয়ে কোন হাহাকার নেই, দুর্ভিক্ষ নাই তবে মানুষ কষ্টে আছে। সরকার ১৫ টাকা কেজি দরে অসহায়দের চাল দিচ্ছে, ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি হচ্ছে। কষ্ট লাগবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের কৃষির বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কাজের নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রীর চাওয়াটায় হচ্ছে সবুজ বাংলাদেশ গড়ার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করা। শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে সিসিডিবি’র ক্লাইমেট সেন্টার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আরও পড়ুন…নোয়াখালীতে আ.লীগের সম্মেলন মঞ্চে হট্রগোল,ধাওয়া পাল্টা ধাওয়া
তিনি বলেন, সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ন । ফল ফসলের জাত ও চাষ পদ্ধতির নানা প্রযুক্তি উদ্ভাবন করে দেশে কৃষি খাতের বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। এখন আমাদের পার্বত্য চট্রগ্রামে কফি ও কাজু বাদাম উৎপাদন হচ্ছে।
মন্ত্রী বলেন সিসিডিবি কৃষি প্রযুক্তি,জলবায়ুর পরিবর্তন,জলবায়ুর প্রভাব,কৃষি প্রযুক্তির উদ্ভাবন বিষয়ে কাজ করছে। দেশ বিদেশের প্রতিনিধিরা এখান থেকে প্রশিক্ষন নিতে পারবে। সিসিডিবি দেশকে ৫টি জোনে ভাগ করে প্রযুক্তি উন্নয়নে কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর ইন্টারন্যাশনাল প্রোগাম ডিরেক্টর মিস পেট্টা বারনার, সিসিডিবির ক্লাইমেট অ্যাডভাইজারি বডির সম্মানিত কো-চেয়ারম্যান ড. আইনুন নিশাত, সদস্য ড. সালিমুল হক, সিসিডিবি কমিশনের চেয়ারম্যান ডেভিড এ হালদার ও প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মিস জুলিয়েট মালাকার। সহ দেশী বিদেশী বিভিন্ন সংস্থার প্রতিনিধি গন। উল্লেখ ২০১৮ সাল থেকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামে ৫৭একর জমিতে সংস্থার কার্যক্রম শুরু হয়।
ইবাংলা/জেএন/০২ অক্টোবর ২০২২