শ্রীপুরের গোসিংগায় কাঁচাবাজার ও জনকল্যাণে নির্মিত হচ্ছে নতুন রাস্তা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারি অর্থায়নে নির্মিত হচ্ছে নতুন রাস্তা ও কাঁচাবাজার। সপ্তাহে দুই দিন বাজার বসে গোসিংগা ইউনিয়ন পরিষদ চত্বরে। এ সময় ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা প্রার্থীরা যানজটসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়।

বাজারের নির্ধারিত জায়গা না থাকায় দীর্ঘদিন যাবত এই সমস্যার সৃষ্টি হচ্ছে। এসকল বিষয় চিন্তা করে কিছুদিন পূর্বে বাজারের জন্য নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

আরও পড়ুন…নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি শফিকুলের

গোসিংগা বাজার ঘেঁষেই শীতলক্ষা নদী, নদীপথে ক্রেতা বিক্রেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভীড় জমায় বাজারে। বাজার থেকে সরাসরি একটি ইটের সলিং রাস্তা নির্মাণ করা হবে। রাস্তা ও বাজার রক্ষা করার জন্য টেকসই মজবুত করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হচ্ছে।

গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান শাহীন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বাস ও আশির্বাদের কারণে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক দেয়া হয়েছিলো।

ভোটাররা আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করছেন।আমার নির্বাচনী এলাকায় জনগণের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে চাই। প্রতিটা দিন উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে সাধারন মানুষদের সাথে নিয়ে তাদের সেবা করে যেতে চাই।

ইবাংলা/জেএন/০৪ অক্টোবর ২০২২

নির্মিত হচ্ছে নতুন রাস্তা