কালকিনিতে রাতের আঁধারে ইট বালু ফেলে ঔষধের ব‌্যবসা প্র‌তিষ্ঠান দখল নেওয়ার চেষ্টা

লিখন মুন্সী মাদারীপুর

মাদারীপুর জেলার কালকিনি উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সের সম্মূখে মেসার্স হাওলাদার ফার্মেসী এন্ড হাওলাদার ডায়াগনিষ্টিক সেন্টারের সামনে রাতের আঁধারে ইট বালু ফেলে দোকান ঘর বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভূক্তভোগী ব্যবসায়ী সাদেক হাওলাদারের দুই ছেলে খোকন হাওলাদার ও আল আমিন হাওলাদার অভিযোগ করে বলেন আমারা দীর্ঘ ৪২ বছর যাবৎ ৭৬ নং পাঙ্গা‌শিয়া মৌজায় ভূরঘাটা কানকিনি মহাসড়কের কালকিন উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সের সম্মূখে দোকান ঘর নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছি।

আরও পড়ুন…সাম্প্রদায়িক অপশক্তির কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ হার মানবেনা: এডভোকেট শাহিন

আমরা ২ (দুই) হাজার সালে কালকিনি পৌরসভার অনুমতি নিয়ে প্লান অনুমতি সহ টিন সেট বিল্ডিং নির্মান করি এবং নিয়মিত ভাবে পৌরসভার ভ্যাট ট‌্যাক্স কর পরিশোধ করে আসছি।কয়েক দিন যাবত আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে বিভিন্ন রকম উস্কানী ও হুম‌কি মূলক কথা ও দোকান ঘর ভেঙ্গে ফেলার হুকমি দিয়ে আসছিল।

আমরা হাঙ্গা, দাঙ্গামা পছন্দ করি না তাহার উপর ভিত্তি করে আইনের উপর সম্মান রেখে ফৌজদারী কার্যবিধী মোতাবেক এই স্থানটিতে ১৪৪ ধারা জারি করি।তাহার পরেও গতকাল রাত তিনটার দিকে এসলাম শিকদার ও তাহার ছেলে (১) সুমন শিকদার (২) খলিল শিকদার (৩) মাসুদ শিকদার সাং পাঙ্গাশিয়া কালকিনি মাদারীপুর ইট বালু ফেলে আমাদের ব্যবসা বানিজ্য বন্ধ করে দিয়েছে।

আমরা আইনের প্রতি সম্মান ক‌রে কালকিনি থানায় একটি অভিযোগ দিয়েছি।এ ব্যাপারে সাংবা‌দিক‌দের কালকিনি থানার অফিসার ইনচার্জ ‌মোঃ শামীম হোসেন বলেন আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা কর‌বো।

ইবাংলা/জেএন/০৫ অক্টোবর ২০২২

প্র‌তিষ্ঠান দখল নেওয়ার চেষ্টা