গোপালপুরে শিক্ষক সমিতির সাফ জয়ী নারী ফুটবলার কৃষ্ণা রানীকে সংবর্ধনা প্রদান

হাবিবুর রহমার, মধুপুর-

টাঙ্গাইলের গোপালপুরে নিজ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবসে সাফ জয়ী নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকারকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখা। ৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে গোপারপুর শিক্ষক সমিতির কার্যালয়ে এ কৃতি নারী ফুটবলার ও তার দুই সংগঠন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালপুর শিক্ষক সমিতির নেতা আব্দুল জুব্বার, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন , সুতি বিএম সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ, শরীর চর্চা শিক্ষক গোলাম রায়হান বাপন ও সাফ জয়ী নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার প্রমুখ।

এ সময় সাফ জয়ী নারী ফুটবলার কৃষ্ণা রানী কে যে দু’জন শিক্ষক ফুটবলার হিসেবে তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করেছেন সুতি বি এম সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ ও শরীর চর্চা শিক্ষক গোলাম রায়হান বাপন কৃষ্ণা রানীর ফুটবলার হয়ে উঠার গল্প বলতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন।

পরে কৃষ্ণা ও তার দুই শিক্ষক সুতি বি এম সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ ও শরীর চর্চা শিক্ষক গোলাম রায়হান বাপন কে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন ম্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইবাংলা/জেএন/০৫ অক্টোবর ২০২২

কৃষ্ণা রানীকে সংবর্ধনা প্রদান