গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলীহাটি ইউনিয়ন পরিষদের আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের সচিব হান্নান খান বলেন, ২০৩০ এর মধ্যে শতকরা ৮০ ভাগ জন্ম এবং মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে এসডিজির টার্গেট রয়েছে।
আরও পড়ুন…নোয়াখালীতে পুকুরে মিলল তরুণীর লাশ
জন্ম-মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী কোনো শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করার কথা রয়েছে। তবে, বিষয়টিকে আরো কার্যকর করার জন্য এবং সাধারণের মধ্যে সচেতনতা আনয়নের জন্য এখন পৃথক দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়া হচ্ছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইনে তেলিহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মুরাদ, ইউপি সদস্য আফসার উদ্দিন, শফিকুল ইসলাম, আইনুল হক, তারেক হাসান বাচ্চু, ইকবাল সরকার, সফিকুল ইসলাম, মনিরুজ্জামান মানিক, মোছাঃ শিল্পি আক্তার, মোছাঃ খাদিজা, মোছাঃ সুলতানা পারভীন, কর আদায়কারী মনির হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ইবাংলা/জেএন/০৬ অক্টোবর ২০২২