এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই গ্রুপে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

ইবাংলা ডেস্ক

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ বাছাইয়ে গ্রুপ ‘ই’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে বাছাইয়ে টানা দুটি জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন…আম্বরখানা-টুকেরবাজার চার লেব সড়কের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবার (৭ অক্টোবর) বাংলাদেশ প্রথম গোলের দেখা পায় ম্যাচের ১০ মিনিটের সময়। আসাদুলের উঁচু ক্রসে নাজিমুদ্দিন হেড করেন। তার সেই দুর্দান্ত হেডেই জালে জড়িয়ে যায় বল। দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়ে খেলে দ্বিতীয় গোল তুলে নেয় বাংলাদেশ। ৭৩ মিনিটের সময় দলের দ্বিতীয় গোলটি করেন হিমেল। তিনিও হেড থেকে বল জালে জড়ান।

অষ্টম মিনিটে ম্যাচের প্রথম কর্নার কিকটি করে বাংলাদেশ। তবে ভুটানের বিপদ হয়নি। বরং কাউন্টার অ্যাটাকে পরের মিনিটেই এগিয়ে যেতে পারতো ভুটান। বাংলাদেশের গোলরক্ষক সোহান অনেকটা এগিয়ে এসেছিলেন। ভুটানের নয় নম্বর জার্সিধারী কামাল শটও নিয়েছিলেন, একটুর জন্য সেটি ফাঁকা পোস্টের বাঁদিক দিয়ে চলে যায়।

এর দুই মিনিট পরই (দশম মিনিট) গোল পেয়ে যায় বাংলাদেশ। ভুটান সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। বরং রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে তাদের। ৯ অক্টোবর ইয়েমেনের বিপক্ষে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল।

ইবাংলা/জেএন/০৭ অক্টোবর ২০২২

দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশের