চট্টগ্রামের লোহাগাড়া থানার চুনতি ফরেস্ট অফিসের সামনে থেকে একটি মহাবিপন্ন উল্লুক পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় উল্লুকটি উদ্ধার করা হয়েছে। এসময় দুই জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে উল্লুকটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান।
আরও পড়ুন…করোনা-ডেঙ্গু একই সঙ্গে হলে কি করণীয়
ওসি মো. আতিকুর রহমান বলেন,, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি ফরেস্ট অফিসের সামনে থেকে মহাবিপন্ন প্রজাতির উল্লুক উদ্ধার করা হয়েছে। এসময় মাজহার ও মবিনুল নামে দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক দুজনের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা
ওসি বলেন, পাচারকারীরা উল্লুকটিকে বান্দরবনের আলীকদম এলাকা থেকে ধরেছে। কক্সবাজারের চকরিয়া হয়ে এটিকে চট্টগ্রামের লোহাগাড়ায় আনা হয়েছে। তারা উল্লুকটিকে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের নাইস বার্ড গার্ডেন নামের একটি পশুপাখির দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।
ইবাংলা/জেএন/০৮ অক্টোবর ২০২২