জাতীয় প্রেসক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা

ইবাংলা ডেস্ক

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারন সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী ২০ অক্টোবর ২০২২ (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ বছর করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের অনুষ্ঠানমালায় রয়েছে ৮ অক্টোবর (শনিবার) বেলা ১১টায় গত এক বছরে সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদসহ প্রয়াত ক্লাব সদস্যদের স্মরনসভা, ৯ অক্টোবর (রবিবার) ঈদ ই মিলাদুননবী আলোচনা, ১০ ও ১১ অক্টোবর (সোম ও মঙ্গলবার) সদস্যদের দাবা প্রতিযোগিতা, ১১ অক্টোবর (মঙ্গলবার) সদস্যদের এয়ারগান প্রতিযোগিতা, ১২ ও ১৩ অক্টোবর (বুধ ও বৃহস্পতিবার) সদস্যদের স্পেড ট্রাম্প প্রতিযোগিতা ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে নারী সদস্যদের লুডু খেলা প্রতিযোগিতা, ১৪ ও ১৫ অক্টোবর (শুক্র ও শনিবার) শিশু আনন্দমেলা, ১৬ ও ১৭ অক্টোবর (রবি ও সোমবার) সদস্যদের টেবিল টেনিস প্রতিযোগিতা ।

আগামী ১৮ ও ১৯ অক্টোবর (মঙ্গল ও বুধবার) স্বাধীনতার সুবর্ন্ জয়ন্তি উপলক্ষে মুক্তিয়োদ্ধা সাংবাদিক সংবর্ধনা , আন্তর্জাতিক সেমিনার এবং ২০ অক্টোবর (বৃহস্পতিবার) ভোরে সদস্যদের মিনি ম্যারাথন প্রতিযোগিতা, সকালে পুরস্কার বিতরনী, সন্ধায় কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ ও র্যা ফেল ড্র।

বিজ্ঞপ্তিতে শিশু আনন্দমেলা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য ফরম সংগ্রহ করে নাম তালিকাভুক্তির জন্য অনুরোধ জানানো হয়। ফরম ও খাবার কুপন সংগ্রহের শেষ তারিখ ১০ অক্টোবর ২০২২। কুপন মূল্য পঞ্চাশ টাকা। নৈশভোজ অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর (বৃহস্পতিবার)। কার্ড্ জনপ্রতি ২০০ টাকা , দম্পতি ৪০০ টাকা, ড্রাইভার ১০০ টাকা। ১৭ অক্টোবরের মধ্যে ক্লাবের অভ্যর্থ্না কাউন্টার থেকে নৈশভোজের কার্ড্ সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য গত ৬ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদ সম্মেলনের মাধ্যমে ক্লাব কর্মকর্তাদের উপস্থিতিতে ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের বিস্তারিত কর্মসূচী জানানো হয় এবং অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য ক্লাব ব্যবস্থাপনা কমিটি সদস্যদের সহযোগিতা কামনা করেন।

জাতীয় প্রেসক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী