পোস্টার ব্যানারে ছেয়ে গেছে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউপি পরিষদের চত্তর

মোফাজ্জল হোসেন, (রাজশাহী) প্রতিনিধি:

আসন্ন রাজশাহী জেলা পরিষদের নির্বাচনকে ঘিরে প্রাচার প্রচারণায় এখন মুখর রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌর এলাকা। আগামী ১৭ ( অক্টোবর ২০২২) নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও ভোটারদের মাঝে দেখা দিয়েছে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চত্তর গুলো নির্বাচনের প্রার্থীদের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে । এ অবস্থায় উপজেলার প্রতিটা ইউনিয়ন পরিষদের সদস্য ও পৌরসভার সদস্যরা চান সব ধরনের সংঘাত এড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে।

আরও পড়ুন…ইবিতে ছাত্রলীগের উদ্যোগে মাদক বিরোধী কর্মসূচি

জেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল (কাপ পিরিচ) ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আখতার (মোটরসাইকেল)।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ঘুরে দেখা গেছে, প্রতীক বরাদ্দের পর পরই আরও পুরোদমে শুরু করেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। তবে নির্বাচনি প্রচারণায় চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই পুরুষ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরাও।তারাও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। ভোটারদের দিয়ে যাচ্ছেন নানা রকমের প্রতিশ্রুতি।

আরও পড়ুন…বিএনপি নেতাদের মুখে বিদ্যুৎ সুবিধার কথায় হনুমানও হাসে: তথ্যমন্ত্রী

আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররা ভাবছেন উন্নয়নের কথা। তারা বলছেন, উন্নয়নে যিনি সর্বাত্মক চেষ্টা করবে এবং গরিব-দু:খী মানুষের পাশে থাকবে এবং সর্বদাই কাজেকর্মে পাশে পাবো তাকেই আমরা ভোট দেয়ার কথা ভাবছি। এদিকে, ভোটারদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল নাগরিকদের সাধারণ সুবিধা দেয়ার প্রতিশ্রুতির কথা দিয়ে ভোট চাচ্ছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা।

ইবাংলা/জেএন/১২ অক্টোবর ২০২২

বিভিন্ন ইউপি পরিষদের চত্তর