দক্ষিণ সুরমায় অবৈধ স্ত্রী নিয়ে বসবাসকারী প্রবাসী স্বামীর বিরুদ্ধে আবারো স্ত্রী অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী ফাতিমা বেগম সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে একটি অভিযোগ দায়ের করেছেন। স্মারক নং ৩৯২২,তারিখ ১০.১০.২২
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কামাল বাজার এলাকার বসন্তরাগাও গ্রামের আমেরিকা প্রবাসী মোঃ আব্দুল শহীদ এর সাথে ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারী একই উপজেলার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামের মোছাঃ ফাতিমা বেগম বিয়ে হয়। বিয়ের পর থেকে উভয়ই আমেরিকায় বসবাস করে আসছেন। গত বছরের অক্টোবর মাসে স্ত্রী সন্তানকে আমেরিকায় রেখে দেশে আসেন আব্দুল শহীদ।
আরও পড়ুন…মঠবাড়িয়ায় চাঞ্চল্য কর জাপা নেতার পা বিচ্ছিন্নের মূল হোতা গ্রেফতার
দেশে এসে ১ম স্ত্রীর অনুমতি না নিয়ে গোপনে বিয়ে করেন একই এলাকার পুরান গাও গ্রামের সুনু মিয়ার মেয়ে ফাহমিদা বেগমকে। ১ম স্ত্রী ফাতিমা বেগম খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের একটি দল আব্দুল শহীদের বাড়ীতে যায় এবং ঘটনার সত্যতা পায়।
এসময় শহীদ পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর কথা বলে সময় চেয়ে নেয়। কিন্তু পরের দিনই শহীদ কাউকে কিছু না বলে বাংলাদেশ ত্যাগ করে আমেরিকায় চলে যায় । ঠিক এক বছর পর আবার গত সপ্তাহে বাংলাদেশে আসেন এবং সেই অবৈধ স্ত্রীকে নিয়ে কখনো কামালবাজার আবার কখনো টুলাস্হ গোয়াবাড়ী এলাকায় বসবাস করছেন।
স্ত্রীসহ ৫টি মেয়েকে আমেরিকায় রেখে দেশে এসে অবৈধ স্ত্রীকে নিয়ে বসবাসের ঘটনায় পুরো এলাকা জুড়ে আলোচনা সমালোচনার শেষ নেই। ভুক্তভোগী স্ত্রী ফাতিমা বেগম এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।
আরও পড়ুন…কিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
এ ব্যাপারে আলাপকালে দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মাইন উদ্দিন খান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করলেও অভিযুক্ত প্রবাসীকে পাওয়া যায়নি।
ইবাংলা/জেএন/১২ অক্টোবর ২০২২