বরগুনা জেলা পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবুল বাসার নয়ন মৃধার বিরুদ্ধে ভোটারদের আটকিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেম্বর-ভোটারদেরকে আমতলী শহরের হোটেল ২১, আরপাঙ্গাশিয়া ইউপি’র চেয়ারম্যান সোহেলী পারভীন মালা’র বাসভবন ও সদর ইউপি চেয়ারম্যান মোতাহারউদ্দিন মৃধার কন্যা মাকসুদা আক্তার জোছনার বাসায় আটকিয়ে রাখা হয়েছে।
আরও পড়ুন…অ্যাপেল সিডার ভিনেগার উপকারী নাকি ক্ষতিকর?
সদস্য প্রার্থী আহুরুজ্জামান আলমাস খান অভিযোগ করেন, পরাজয় নিশ্চিত জেনে নয়ন মৃধা ঐ সকল ভোটারদের ডেকে এনে বিভিন্ন রকম ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে দলে টানতে ব্যর্থ হয়ে উল্লেখিত জায়গাগুলোতে আটকে রেখেছেন। এ ব্যাপারে প্রার্থী আলমাস খান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে আবুল বাশার নয়ন মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, এরকম কোন ঘটনা ঘটেনি। কোন হোটেলে কারা আছে তাও আমার জানা নেই।
ইবাংলা/জেএন/১৬ অক্টোবর ২০২২