বগুড়ায় বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে বগুড়া জেলা পরিষদ নির্বাচন । বগুড়ার ১২টি উপজেলা সদরে ব্যাপক নিরপত্তার মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম)।
এবার নির্বাচনে মনোনয়ন পত্র ৬৩জন জমা দিলেও মাঠে রয়েছেন ৪৯জন। এর মধ্যে চেয়ারম্যান পদে দুজন, সংরক্ষিত মহিলা আসনে ১৫জন এবং বাকি ৩২জন সাধারণ সদস্য পদে। এছাড়া একক প্রার্থী থাকায় দুজন সাধারণ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
আরও পড়ুন…সেবা প্রত্যাশী নারীকে অশ্লীল গালাগাল: ভিডিও ভাইরাল, এসআই ক্লোজড
নির্বাচনে ১২টি উপজেলার ১২টি ওয়ার্ডে ১২টি ভোট কেন্দ্রে ২৪টি ভোট কক্ষে ১ হাজার ২৪০জন পুরুষ ও ৩৮৩জন মহিলা ভোটার সহ মোট ১ হাজার ৬২৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ।
এছাড়া সাধারণ সদস্য পদে প্রার্থী ৩২জন। এর মধ্যে ৪নং ওয়ার্ডে আবু সাঈদ ফকির ও ৫নং ওয়ার্ডে মনজু আরা বেগম একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ১ নং ওয়ার্ডে ৩জন, ২ নং ওয়ার্ডে ৫জন, ৩নং ওয়ার্ডে ২জন, ৬ নং ওয়ার্ডে ৩জন, ৭ নং ওয়ার্ডে ৩জন, ৮ নং ওয়ার্ডে ৩জন, ৯নং ওয়ার্ডে ২জন, ১০ নং ওয়ার্ডে ২জন, ১১ নং ওয়ার্ডে ৪জন এবং ১২নং ৩জন প্রার্থী লড়াই করবেন। সংরক্ষিত মহিলা আসনে ১ নং ওয়ার্ডে ৩জন, ২নং ওয়ার্ডে ২জন, ৩নং ওয়ার্ডে ৪জন এবং ৪নং ওয়ার্ডে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরও পড়ুন…নোয়াখালীতে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
নির্বাচনে ভোটারসংখ্যা ১ হাজার ৬২৩জন। ভোটারদের মধ্যে উপজেলা পরিষদের ১২ জন চেয়ারম্যান, ২৪ ভাইস চেয়ারম্যান, বগুড়ার ১২ পৌরসভার ১২ মেয়র, ১৬০ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর, ১০৯ ইউপি চেয়ারম্যান এবং ১ হাজার ৩০৮ জন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য।
ইবাংলা/জেএন/১৭ অক্টোবর ২০২২