জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মীর ইকবাল ও সদস্য পদে বাচ্চু এবং রিনা নির্বাচিত

দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর দূর্গাপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মীর ইকবাল নির্বাচিত হয়েছেন। তিনি তার (কাপ-পিরিচ) মার্কায় ভোট পেয়েছেন ৫৫টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আখতারুজ্জামান তার (মোটরসাইকেল) মার্কায় ভোট পেয়েছেন ৫১টি। অন্যান্য চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল (তালগাছ) মার্কায় ০ ভোট, মোঃ আবজাল হোসেন (আনারস) মার্কায় পেয়েছেন ০ ভোট।

সাধারন সদস্য পদে (তালা) মার্কায় ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ বাচ্চু ও তার নিকটতম প্রার্থী সাহাদত হোসেন (টিউবওয়েল) মার্কায় পেয়েছেন ২৫ ভোট। অন্যান্য সদস্য এ্যডঃ শরিফুল ইসলাম (হাতি) মার্কায় পেয়েছেন ২৪ ভোট।

রেজাউল করিম রেজা (বৈদ্যুতিক পাখা) মার্কায় পেয়েছেন ৬ ভোট ও গোলাপ হোসেন (উটপাখি) মার্কায় পেয়েছেন ১৩ ভোট এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনে দূর্গাপুর উপজেলাতে নির্বাচিত হয়েছেন সুলতানা পারভিন রিনা তার (লাটিম) মার্কায় পেয়েছেন ৬৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পারভিন বিবি (ফুটবল) মার্কায় পেয়েছেন ১৫ ভোট।

আরও পড়ুন…যে আমল মানুষের অন্তর নরম করে

নাসিমা তার (বই) মার্কায় পেয়েছেন ২ ভোট, নার্গিস বিবি তার (দোয়াতকলম) মার্কায় পেয়েছেন ১০ ভোট, রাজিয়া খাতুন তার (টেবিলঘড়ি) মার্কায় পেছেছেন ৯ ভোট, লালবানু তার (মাইক) মার্কায় পেয়েছেন ৫ ভোট এবং ফিরোজা খাতুন তার (হরিণ) মার্কায় পেয়েছেন ২ ভোট। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০৬ এর মধ্যে সব শতভাগ কাষ্ট হয়েছে। ভোট গ্রহন শুরু হয় সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে ২ টা ১০ মিনিটে উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান দুর্গাপুর উপজেলায় চেয়ারম্যান পদে বীরমুক্তিযোদ্ধা মীর ইকবাল (কাপ পিরিচ) মার্কায় ও সাধারণ সদস্য পদে আবুল কালাম আজাদ বাচ্চুকে ( তালা) মার্কায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

ইবাংলা/জেএন/১৭ অক্টোবর ২০২২

দূর্গাপুরে জেলা পরিষদ নির্বাচন