দুর্নীতি দমনের লড়াই জারি রাখবে চীন:সিয়াও পেই

আন্তর্জাতিক ডেস্ক

দুর্নীতি দমনের লড়াইয়ে সামনে এগিয়ে যেত হবে, পিছনে নয়। দীর্ঘস্থায়ী এ যুদ্ধে জয় লাভ করতে হবে এবং দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করতে হবে, যাতে আরও ফলাফল অর্জিত হতে পারে।

১৭ অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সংবাদ সম্মেলনে শৃঙ্খলা পরিদর্শন কেন্দ্রীয় কমিশনের উপ-সম্পাদক সিয়াও পেই এসব কথা বলেছেন।

আরও পড়ুন…নোয়াখালীতে যৌতুকের মামলায় বিজিবি সদস্যের তিন বছরের কারাদন্ড

তিনি জোর দিয়ে বলেন, দুর্নীতি দমন কখনও বন্ধ হতে পারে না। সিপিসির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর সাধারণ সম্পাদক সি চিন পিং প্রতিশ্রুতি দিয়েছেন যে বা যারাই হোক না কেন, তাদের অবস্থান যত উচ্চই হোক না কেন, যারা পার্টির নিয়মানুবর্তিতা বা আইন ভঙ্গ করবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জরিপে ৯৭.৪ শতাংশ মানুষ মনে করে, সিপিসির কঠোরভাবে পার্টি পরিচালনা কাজ কার্যকর হয়েছে। তা ২০১২ সালের তুলনায় ২২.৪ শতাংশ বেশি।সূত্র : সিএমজি।

ইবাংলা/জেএন/১৭ অক্টোবর ২০২২

জারি রাখবে চীন:সিয়াও পেই