নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিক নিয়ে ২৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। তার নিকটতম প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু মটরসাইকেল প্রতিকে পেয়েছেন ১৭৮ ভোট।
আরও পড়ুন…হাতিয়াতে শিক্ষা কর্মকর্তার ওপর দুর্বৃত্তের হামলা
চশমা প্রতিকের প্রার্থী সুলতান মাহমুদ বিপ্লব ১১৩ ভোট পেয়ে তিন জন প্রার্থীর মধ্যে তৃতীয় হয়েছেন। ভোট গণনা শেষে সোমবার (১৭ অক্টোবর) বিকালে এ ফলাফল ঘোষণা করেছেন রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এদিকে জেলা পরিষদ র্নিবাচনে সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেনে খাঁন শাহিন সাজ্জাদ (পলাশ), ২ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেনে খোকন কুমার সাহা এবং ৩ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেনে সৈয়দ সামসুল আলম।
সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোসাঃ শাহিনুর আক্তার রুমা এবং ২নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন জেসমিন। প্রসঙ্গত: জেলা পরিষদ নির্বাচনে ৪ টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫৫২ জন ভোটারের সকলেই এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ইবাংলা/জেএন/১৮ অক্টোবর ২০২২