জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে ১৮ অক্টোবর মঙ্গলবার ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালন উপলক্ষ্যে সকাল ১০:০০ ঘটিকায় জাতীয় গৃহায়ন।
কর্তৃপক্ষের সেগুনবাগিচাস্থ প্রধান কার্যালয়ে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব এ.কে.এম শামিমুল হক ছিদ্দিকী এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আরও পড়ুন…নোয়াখালীতে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত
এ সময় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সাধারণ সম্পাদক জনাব মো. দেলোয়ার হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ রাসেল দিবস-২০২২ এর মূল প্রতিপাদ্য হচ্ছে-‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’।
প্রতিপাদ্যকে সামনে রেখে ‘শেখ রাসেল দিবস-২০২২’ উপলক্ষ্যে সকাল ১০:১৫ ঘটিকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত সভায় শহীদ শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
ইবাংলা/জেএন/১৮ অক্টোবর ২০২২