মার্সেল হবে বাংলাদেশের সেরা ব্র্যান্ড: কক্সবাজারে অনুষ্ঠিত ডিস্ট্রিবিউটর সামিটে ইলেকট্রনিক্স ব্যবসায়ীগণ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে অনুষ্ঠিত হলো দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিস্ট্রিবিউটর সামিট। পাঁচ তারকা হোটেল ‘সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’ তে অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ী যোগ দেন। সম্মেলনে ব্যবসায়ীগণ মার্সেলকে বাংলাদেশের সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ডে পরিণত করার দূঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনে কোভিড পরবর্তী চলমান বৈশি^ক অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে ইলেকট্রনিক্স ব্যবসার কৌশল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মার্সেল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিবর্তিত পরিস্থিতিতে ইলেকট্রনিক্স পণ্য ব্যবসা সম্পর্কে ডিস্ট্রিবিউটদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

আরও পড়ুন…ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটসহ নিহত ৭

শনিবার (১৫ অক্টোবর, ২০২২) ফিতা কেটে সম্মেলনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

সে সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা ও মোহাম্মদ হুমায়ুন কবীর, প্লাজা টেড্রের সিইও মোহাম্মদ রায়হান, মার্সেলের হেড অব সেলস ড. মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী, মোহাম্মদ ফিরোজ আলম, আনিসুর রহমান মল্লিক, মোস্তফা নাহিদ হোসেন।

সোহেল রানা, মাহফুজুর রহমান ও আল ইমরান, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম, শাহজালাল হোসেন লিমন, আবদুল্লাহ আল মামুন, মনিরুল হক, শহীদুজ্জামান রানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান।

সম্মেলনে ব্যবসায়ীদের উদ্দেশ্যে এস এম শামছুল আলম বলেন, বিশে^র এমন মন্দা পরিস্থিতিতে আপনারা ভীত হবেন না। হাল ছাড়বেন না। আস্থা হারাবেন না। পৃথিবী প্রতিনিয়ত বদলে যাচ্ছে। সময়ের সাথে সাথে আমাদের ব্যবসায়িক কৌশলও পরিবর্তন করতে হবে। ব্যবসার ক্ষেত্রে আধুনিক কৌশল প্রয়োগ করার এখনই উপযুক্ত সময়।

আরও পড়ুন…এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারের কাট-অফ প্রাইস নির্ধারণ

এস এম আশরাফুল আলম বলেন, মার্সেল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইলেকট্রনিক্স ব্র্যান্ড। অচিরেই বাংলাদেশের সেরা ব্র্যান্ড হবে। সেজন্য ব্যবসায়ীদের যত ধরনের সহায়তা দরকার, আমরা তা দেবো। বাংলাদেশের মার্কেট কেন আমরা বিদেশি ব্র্যান্ডকে ছেড়ে দেবো? দেশের ইলেকট্রনিক্স বাজার দিন দিন বড় হচ্ছে। আমাদের নিজেদের দেশে তৈরি পণ্য দিয়ে বৃহৎ এই বাজারের শীর্ষে থাকবো। গোলাম মুর্শেদ বলেন,মার্সেল হবে বাংলাদেশের সেরা ব্র্যান্ড: কক্সবাজারে অনুষ্ঠিত ডিস্ট্রিবিউটর সামিটে ইলেকট্রনিক্স ব্যবসায়ীগণ

ইবাংলা/জেএন/১৯ অক্টোবর ২০২২

মার্সেল হবে বাংলাদেশের সেরা ব্র্যান্ড