বিশ্ব নিরাপত্তা প্রস্তাব বাস্তবায়ন ও স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী শেন বেই লি ২০ অক্টোবর বলেছেন, বর্তমানে বিশ্বের ৬০০টির বেশি পার্টি ও রাজনৈতিক সংস্থার সঙ্গে নানা পর্যায়ের যোগাযোগ বজায় রাখছে সিপিসি। তাদের সঙ্গে নানা বিষয়ে পারস্পরিক বিনিময় করে পার্টি ও দেশ পরিচালনার অভিজ্ঞতা ভাগাভাগি করে এবং একসাথে প্রশাসনের দক্ষতা জোরদার করে সিপিসি।

আরও পড়ুন…নতুন যুগে চীনের উন্নয়ন তুলে ধরেছে ফিচার ফিল্ম ‘লিংহাং’

বৃহস্পদিকার অনুষ্ঠিত সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেসের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শেন বেই লি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে সিপিসির বৈদেশিক যোগাযোগ কাজ এগিয়ে চলছে। চীন আয়োজন করে সিপিসি ও বিশ্বের নানা দেলের মধ্যে উচ্চ পর্যায়ের সংলাপ, শীর্ষ সম্মেলন ইত্যাদি।

তিনি বলেন, ‘এক অঞ্চল এক পথ’ প্রস্তাব-সংশ্লিষ্ট দেশের নানা পার্টির সঙ্গে যৌথ আলোচনা ব্যবস্থা গড়ে তুলেছে সিপিসি। প্রায় ৪০০টি বিদেশি পার্টিকে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং চিকিৎসা পরিকল্পনা প্রদান করেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি দিবস স্মরণ অনুষ্ঠান আয়োজন করে বিশ্ব নিরাপত্তা প্রস্তাব বাস্তবায়ন এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছে চীন।
সূত্র:সিএমজি।

ইবাংলা/জেএন/২১ অক্টোবর ২০২২

আহ্বান জানিয়েছে চীন