ইতালির নেপোলি বন্দরে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে । বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে নেপোলি বন্দরের পিসাকানে গেটের ভিতরে পার্কিং লটের কাছে এ ঘটনা ঘটে। ইতালির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন…জামায়াতপুত্র হাশেম রেজা আ. লীগের উপকমিটির নেতা : জালজালিয়াতি হামলা-মামলাই যার নেশা
নেপোলি পুলিশ জানিয়েছে, গ্রেফতার বাংলাদেশি যুবক তার অপরাধ স্বীকার করেছেন। তিনি অবৈধভাবে ইতালিতে বসবাস করছেন। তবে ২৩ বছর বয়সী ওই যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী পুলিশ সদস্য রাতে ডিউটি শেষ করে বন্দরের দিকে যাচ্ছিলেন। থানা থেকে বের হওয়ার পর থেকেই তাকে ওই যুবক অনুসরণ করছিলেন। এক পর্যায়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে ধর্ষণ করা হয়। এমনকি শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় ওই নারী পুলিশ সদস্যের সঙ্গে অস্ত্র থাকলেও তিনি আত্মরক্ষার সময় পাননি বলে জানিয়েছেন।
পরে পুলিশের কাছে সংকেত যাওয়ার পর ওই বাংলাদেশি যুবককে ট্র্যাক করে আটক করা হয়। এ ছাড়া ভুক্তভোগী নারী পুলিশ সদস্যকে নেপলসের কার্ডারেলি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র : আরটিভি অনলাইন
ইবাংলা/টিএইচকে