মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী কবিরহাটের নলুয়া গ্রামের একজন নিরীহ মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে গত ১৪ অক্টোবর নিউজ২৪ ও সংবাদ সারাবেলা নামক একটি নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হয় বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করা হয়।

আজ ২১ অক্টোবর বেলা ১২ ঘটিকার সময় ভুক্তভোগী মাকসুদুর রহমান প্রকাশ বাবলু(৩৮) র নিজ বাড়িতে এই সংবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে ধানসিঁড়ি নলুয়া গ্রাম ১নং ওয়ার্ডের বসর মাঝির বাড়ির আবুল বসরের ছেলে।

আরও পড়ুন…কোম্পানীগঞ্জে ৩ দোকানে দুর্ধর্ষ চুরি, টিনের চালা কেটে চলছে চুরির হিড়িক

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বাবলু বলেন, গত ১৪ অক্টোবর ভূমিদস্যু শাহাজাহান ও তার পরিবার আমার নামে বিভিন্ন পেপার পত্রিকা এবং টিভি চ্যানেলে অপপ্রচার চালিয়ে সংবাদ সম্মেলন করেন। যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য মূলক।

অভিযুক্ত ব্যক্তি যেই জমি নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তার সাথে এবং এই জমির সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। শুধু তাই নয় সে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজেষ্টেট ৪নং আমলি আদালতে পিটিশন করেন, যার নাম্বার ৫১৪/২০২২। এটা আবদুর রহিম গং ব্যক্তির যায়গা সেখানে রহিম নিজে বসৎ ঘর ও মার্কেট নির্মাণ করতেছেন।

মাকসুদুর রহমান বাবলু আরো বলেন, শাহজাহান আমাকে এলাকাতে বা সমাজের কাছে ছোট করার জন্য এবং আমাকে লাঞ্ছিত করার জন্য এহন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এবং কবিরহাট এসিল্যান্ডেকে তদন্ত করার দ্বায়িত্ব দেন আদালত।

আরও পড়ুন…দুর্গাপুরে বিরল রোগে আক্রান্ত বাবা ও ছেলে

এমতবস্থায় আমি আমি প্রশাসনের নিকট আবেদন করবো, সঠিক তদন্তের বৃত্ত্বিতে সুবিচারের আসা করছি। ধানসিঁড়ি ইউনিয়ন চেয়ারম্যান কামাল খাঁন বলেন, বিষয়টি তিনি জানেন না, যদি অভিযোগ আসে তিনি সঠিক সুবিচারের আশ্বাস দেন।

ইবাংলা/জেএন/২২ অক্টোবর ২০২২

প্রতিবাদ ও সংবাদ সম্মেলন