বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত গণঅনশনে সংহতি প্রকাশ করে নড়াইল জেলা পুজা উদযাপন পরিষদ গণঅনশন করেছে। শনিবার (২২ অক্টোবর) নড়াইল টাউন কালিবাড়ি ও সর্ব্ব মঙ্গলা কালিবাড়ি পৃথক পৃথক ভাবে গণঅনশন কর্মসূচী পালিত হয়।
আরও পড়ুন…সাকিবকে ছাড়িয়ে গেলেন সাউদি
সর্ব্ব মঙ্গলা কালিবাড়ি গণঅনশন কর্মসূচীতে বক্তব্য দেন জেলা পুজা উদযাপন পরিষদ’র সহ-সভাপতি এ্যাডভোকেট পঙ্কজ বিহারী অন্ন ঘোষ,যুগ্ম সম্পাদক বাবুল কুমার সাহা, জেলা পুজা উদযাপন পরিষদ’র সদস্য প্রীতিশ কুমার, নড়াইল পৌরসভা পুজা উদযাপন পরিষদ’র সভাপতি রতন দাশ।
সাধারণ সম্পাদক অসিম দাশ, সর্ব্ব মঙ্গলা কালিবাড়ি মন্দিরের সম্পাদক স্বপন ঘোষ,মিহিরকান্তি,আদি সম্প্রদায়ের নেতা নদের চাঁদ প্রমুখ। বক্তারা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণ সহ প্রস্তাবিত ৭ দফা দাবি বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
ইবাংলা/জেএন/২২ অক্টোবর ২০২২