নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নড়াইলের চিত্রা নদীর শেখ রাসেল সেতু’তে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান।
আরও পড়ুন…বরগুনায় ১০ মাস ধরে ক্লাস নিচ্ছে না মাদ্রাসা শিক্ষক
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল-মামুন, নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও জেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান।
জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সাংবাদিক হুমায়ুন কবীর রিন্টু, অ্যাডভোকেট নজরুল ইসলাম,আ’লীগ নেতা মলয় কুন্ডু, সুলতান গবেষক শেখ আবু হানিফ প্রমুখ।
শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত পুরুষদের এবং রাসেল সেতু থেকে বাঁধাঘাট পর্যন্ত মহিলাদের নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। কালাই (বড় ধরনের নৌকা) নৌকার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার টুঙ্গিপাড়ার নিকুঞ্জ মন্ডলের মা শীতলা নৌকা।
দ্বিতীয় স্থান অধিকার করে মাগুরা’র আতর আলী ওরফে কাদের’র মায়ের দোয়া নৌকা এবং তৃতীয় হয় কাশিয়ানি’র ওসমান মিনা’র সোনার তরী নৌকা। টালাই (ছোট নৌকা) নৌকার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে খুলনা জেলার দিঘলিয়ার ঘোষখাতি’র আলমাচ শেখ’র সোনার বাংলা নৌকা।
আরও পড়ুন…মা মৃত্যুমুখে জেনেও দেখতে আসেনি তারেক রহমান
দ্বিতীয় স্থান অধিকার করে মুকসুদপুর’র মিলন চৌধুরীর জয় মা দুর্গা নৌকা এবং তৃতীয় স্থান অধিকার করে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার বন্যাখালি গ্রামের অপূর্ব রায়’র জয় মা কালী নৌকা। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান বাঁধাঘাটে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরন করেন। এ সময় উপরোক্ত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ইবাংলা/জেএন/২২ অক্টোবর ২০২২